ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালু গ্রামের বীর মুক্তিযোদ্ধা একরামুল হকের দাফন শনিবার সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রীও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে শনিবার
গোমস্তাপুর ইউনিয়নের একটি গোরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, বীর মুক্তিযোদ্ধা দুরুল হোদা, আফসার আলী, আব্দুল হাকিম, নিয়াজ উদ্দিন, নুরুল ইসলাম,বিজয় চন্দ্র ঘোষ।
জানাযার শুরুতেই গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা নেতৃত্বে মরহুম এ মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।