ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উক্ত দিবসগুলো পালনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা. উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, ইন্সপেক্টর তদন্ত মেহেদী মাসুদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সম্পাদক শাহজাহান কবির, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌরছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।