ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট পৌরসভার টানা দুইবারের নির্বাচিত ও অপরাজিত মেয়র রিয়াজুল ইসলাম রিন্ট’ুর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিটের পক্ষ থেকে পৌর কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মেয়র রিন্টুসহ পৌর নির্বাচনের বিদায়ী কাউন্সিলগনদেরও সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী কাউন্সিলগনরা হলেন পৌরসভার ৬নং ওয়াডের্র গোলাম মর্তুজা, ৭নং ওয়াডের্র হাসান কামাল, ৮নং ওয়াডের্র আবু জাহেদ ভুট্টু ও ২নং সংরক্ষিত ওয়াডের্র কাউন্সিলর খাদিজা বেগম।
এসময় পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারী লালমনিরহাট পৌরসভা নির্বাচনে টানা দুইবারের সফল মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। সেসময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন। পরে গত ১৪ই ফেব্রæয়ারীর পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বর্তমানে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন।