ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ইয়াবাসহ আয়েশা খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর দেড়টায় মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। গ্রেপ্তার আয়েশা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার সময় ইয়াবা চালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পোড়াদহ ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে আয়েশা খাতুন নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৬শ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি গোলাম মস্তফা জানান, গ্রেপ্তার আয়েশা খাতুন দীর্ঘদিন ধরে ট্রেনে করে সান্তাহার থেকে মাদক এনে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।