ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত উপজেলা ভূমি অফিস ও ৪৫ লাখ টাকা ব্যয়ে সদর ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। জেলা প্রশাসক বুধবার ৩১ মার্চ সকাল ১০ টায় এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, পৌর মেয়র আনিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও প্রভাষক আব্দুল বারী।
এছাড়া তিনি করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন, প্রতিবন্ধী ও দু:স্থদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন, গ্রাম পুলিশদের বাই সাইকেল ও জন্ম নিবন্ধন উদ্বুদ্ধকরণ সামগ্রী বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।