ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তাঁর নাম তাজেমুদ্দিন (৭০)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে।
তাজেমুদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ২০ এপ্রিল বেলা সাড়ে ১২ থেকে ১টার মধ্যে বাড়ীতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন কক্ষে তীরের সাথে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেন। পরে দেখতে পেয়ে তাঁকে নামিয়ে নিয়ামতপুর থানায় সংবাদ দিলে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তাজেমুদ্দিনের বাড়ী উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চুনিয়াপড়া গ্রামে। পিতা-লসের উদ্দিন। ঘটনার সময় তাঁর স্ত্রী মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ীর অন্যান্য সদস্যরাও কাজের জন্য বাড়ীর বাইরে ছিলেন। কী কারণে তাজেমুদ্দিন আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি। তবে প্রাথমিকভাবে ধারণা করছে পেটের ব্যাথায় অনেকদিন যাবত কষ্টে ভুগছিলেন। সেই কারণেই আত্মহত্যা করতে পারে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির। তিনি বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের পরেই আসল কারণ জানা যাবে।