ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনার ২য় ধাপে সোমবার আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বর্তমানে নিজ বাড়িতে আইসোলোসনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা মনিটরিং অফিসার ডাঃ হাসান আলী জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের (৬০) বছর বয়সী এক বৃদ্ধা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার (২৪) বছর বয়সী এক নারী ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের (৭০) বয়সী এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছে। রামেক পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হোম আইসোলোশনে রাখা হয়েছে। এ নিয়ে গোমস্তাপুর উপজেলায় ২য় দফায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
এর মধ্যে একজন মারা গেছে, একজন রামেক হাসপাতালে ও একজন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।