ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় করোনা বিস্তার রোধে (ধামইরহাট ও পত্নীতলা) নওগাঁ- ২ আসনের সাংসদ, বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি এঁর পক্ষ থেকে মাস্ক বিতরন অব্যাহত রয়েছে।
এই কর্মসূচির অংশ হিসাবে রোববার (৯ এপ্রিল) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, ভ্যান চালক, চার্জার ড্রাইভার সহ বিভিন্ন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিলটন উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুন), নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সুধিজন প্রমূখ।
এ প্রসঙ্গে পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল আলম বেন্টু বলেন, ধামইরহাট ও পত্নীতলার মাটি ও মানুষের নেতা শহীদুজ্জামান সরকার এমপি এর পক্ষ থেকে তাঁর নির্দেশনা অনুযায়ী মাস্ক বিতরণ চলমান রয়েছে। এসময় তিনি পথচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।