ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ১৯৮১ সালের মার্চ মাসে বগুড়া সার্কিট হাউস থেকে ৮ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সদরের হাজড়াদিঘী স্কুল মাঠের সম্মেলন স্থলে যাবার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পলি কুকরুল গ্রামের রাস্তার পার্শ্বে একটি বটের চারা রোপন করেন।
গত চল্লিশ বছরে নানা প্রতিকূলতা ও বৈরী পরিস্থিতি সামাল দিয়ে পলি কুকরুল গ্রামের গরীব বৃক্ষ প্রেমিক ছবেদ আলী কোন বিনিময় ছাড়া বগুড়ায় শহীদ জিয়ার এই স্মৃতি ধরে রেখেছেন। বট বৃক্ষের পরিচয়ে এই জায়গার নাম হয়েছে ‘জিয়া বটতলা’।
একটি চারা পরিচর্যা করে বৃক্ষের পূর্ণতা দিয়ে ছবেদ আলী আজ নিজেই দূরারোগ্য প্যারালাইসিসে অচল। গরীব বৃক্ষ প্রেমিক ছবেদ আলীর চলা ফেরার জন্য জিয়া ভক্ত বিশিষ্ট সমাজ সেবক মাহবুবর রহমান তাকে উপহার দিলেন একটি হুইল চেয়ার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাভিশন বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নূল হক বকুল প্রমুখ।