ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সিপিসি-১, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিধানিক দল অবৈধ্য অনৈতিক কাজে লিপ্ত ৩ জন পতিতা এবং ২ জন পতিতা ব্যবসা পরিচালনাকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের বেলালের বাজার গ্রামস্থ হুমায়ুন কবিরের মেয়ে জোবাইদা খাতুন এবং মোস্তফা আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)কে আটক করা হয়। এসময় জোবেরা খাতুনের বসত বাড়ীর উত্তর ভিটির দক্ষিন দুয়ারী টিনের ঘরে অভিযান পরিচালনা করে বৈধ্য অনৈতিক কাজে লিপ্ত ৩ জন পতিতাকেও আটক করে।
আটক পতিতারা হচ্ছে চট্রগ্রাম ইপিজেড সিএমপি ফ্রিপোর্ট বন্দর টিলার মৃত রুস্তম আলীর মেয়ে নুপুর (২১) , টাঙ্গাইল জেলার মির্জাপুর ত্রিমহনের আশেক আলী মেয়ে আশামনি (১৯) এবং রহিমা খাতুন (২৫), ভোলা জেলার হাজারীবাগে খেজুরগইছ্যা গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রহিমা খাতুন (২৫)।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।