ধূমকেতু নিউজ ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের আদমপুর পন্ডিত এন্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে হরেন্দ্র পন্ডিত (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে কেন্দুয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত হরেন্দ্র চন্দ্র পন্ডিত কেন্দুয়া পৌরসভার আদমপুর মহল্লার মৃত জিতেন্দ চন্দ্র পন্ডিতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরেন্দ্র পন্ডিত দুই দিন ধরে রাগ করে বাড়িতে যাননি। এছাড়া রাতে বাজারে পাহারা দেওয়ার কাজেও যাননি। পরে অনেক খোঁজাখুঁজি পর রোববার বিকেলে আদমপুর পন্ডিত এন্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ছেলেরা বল খেলতে গিয়ে স্কুলের বান্দায় হরেন্দ্র পন্ডিতের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, মরদেহে কোনোরকম আঘাতের চিহ্ন নেই। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।