ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় অভিযান চালিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় খান (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
রোববার (১৬ জুলাই) দুপুর দেড় টার দিকে পাবনা জেলার বেড়া থানাধীন সানিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় পাবনা জেলার বেড়া থানাধীন বনগ্রাম এলাকার রেজা খানের ছেলে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে পাবনা জেলার বেড়া থানাধীন সানিলা সাকিনস্থ মনজুর কাদের মহিলা ডিগ্রী কলেজের সামনে অভিযান চালিয়ে ৯৮৫ (নয়শত পঁচাশি) পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হৃদয় খানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় এজাহার দায়ের করা হচ্ছে।