ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় ৩৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগীর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর ধানাধীন নওহাটা এলাকার আব্দুর রশিদের ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোবনার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া গ্রামস্থ রাজশাহী হতে ঢাকাগামী হাইওয়ে রাস্তায় মা-বাবার দোয়া হোটেলের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশ থেকে আলমগীর নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ৩৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি নকিয়া বাটন মোবাইল, ০১টি সিম জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।