ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনরা ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, আ.লীগনেতা নুরুল ইসলাম মোল্লা, বিমলেন্দু দাস খোকন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ মোশাররফ, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ।
অন্যদিকে, উপজেলা পরিষদে বেলা ১১টায় যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ইউএনও আবু বাক্কার সিদ্দিক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকির মুন্সী, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিন প্রমুখ।