ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে উপজেলার নাসিরাবাদ গুচ্ছগ্রামে ৬ বছরের শিশুকন্যার বাবা-মা বাড়িতে না থাকায় একই পাড়ার কৃষ্ণ কর্মকারের ছেলে সমির কর্মকার (১৭) শিশুকে ফুসলিয়ে শিশুটির ঘরে ধর্ষণ করে।
ধর্ষণের পর শিশুটির কান্নাকাটিতে প্রতিবেশী মৃত রতন মিস্ত্রির স্ত্রী অঞ্জলী রায় বাড়িতে প্রবেশ করে শিশুটিকে কান্নার কারণ জিজ্ঞেস করলে শিশুটি সমিরকে দেখিয়ে তাকে ধর্ষন করেছে বলে বুঝানোর চেষ্টা করে।
শিশুর বাবা নির্মল শীল বাইরে ছিল ও মা তৃষ্ণা প্রামানিক মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সুযোগে সমির ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। মাঠ থেকে শিশুর মা ফিরে আসলে প্রতিবেশী গৌরাঙ্গর স্ত্রী বেলী রানী ও মৃত রতন মিস্ত্রির স্ত্রী অঞ্জলী রায় শিশুটিতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়। কিন্তু ধর্ষকের পিতা-মাতা ও ধর্ষক মিলে পরদিন রোববার বিকেলে ধর্ষিতাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে ধর্ষকের পরিবারের চাপে শিশুটির মা তৃষ্ণা কর্মকার কর্তব্যরত চিকিৎসককে দূর্ঘটনা বলে শুধু ব্যথার ওষুধ নিয়ে বাড়ি চলে যায়।
প্রতিবেশী নির্মল কর্মকার, দয়াল শীলের স্ত্রী বিলাসী প্রামানিক জানান, ধর্ষকের পরিবার সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তবে অনেকে ধারণা করছে ধর্ষক শিশুটিকে ধর্ষণ চেষ্টাকালে শিশুটির গোপনাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে থাকতে পারে। আবার অনেকে আশংকা করছে, ধর্ষকের পরিবারের চাপে ও উভয়েই আত্মীয়তার কারণে অভিযোগ অস্বীকার করতে পারে ধর্ষিতার পরিবার।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী জানান, ঘটনাটি সোমবার সকালে জেনেছেন। ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে, ভিকটেমের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।