ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : প্রথাগত নেশার বলয় থেকে বেরিয়ে আসতে চান আদিবাসী সম্প্রদায়গুলো। ব্রতী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এক সংলাপ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন পত্নীতলা উপজেলাস্থ আদিবাসী সম্প্রদায়ের নেতারা।
দুপুরে পত্নীতলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রতী আয়োজিত উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে, “স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী” বিষয়ে এক সংলাপে এ দাবীর কথা জানান স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তসলিম উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্, ব্রতীর প্রকল্প সমন্বয়ক আবু হেনা মোহাম্মদ ফিরোজসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ব্রতী সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।
আদিবাসী সম্প্রদায়’কে বাদ দিয়ে একটি উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছনো সম্ভব নয় বলে সংলাপে অভিমত ব্যাক্ত করেন বক্তারা। অতীতের যেকোন সরকারের তূলনায়, বতর্মান সরকার আদিবাসী সম্প্রদায়ের প্রতি অনেক আন্তরিক এমনটা উঠে আসে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এ সংলাপে।
এসময় স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সেবাসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত উঠে আসে এই সংলাপ হতে।