ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যে স্বপ্নের কথা শোনান, সেটির বাস্তবায়নও করেন তিনি। একসময় ডিজিটাল বাংলাদেশ গড়বার বিষয়টি নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করেছিলেন। কিন্তু আজ সকলেই এর সুফল পাচ্ছেন।
উপজেলা পরিষদ, পত্নীতলা, নওগাঁ’র আয়োজনে সকালে পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার এসব কথা জানান।
প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে আইসিটি বিষয়ে শিক্ষার কোন বিকল্প নেই জানিয়ে পাশাপাশি জানার জন্য প্রচুর পরিমাণে বই পড়ার বিষয়েও জোরারোপ করেন ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউডিএফ মোহাম্মদ রায়হান সহ অন্যান্য কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় হতে আগত শিক্ষকবৃন্দ।
এসময় আইসিটি বিষয়ে প্রশিক্ষণটিকে অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত বক্তারা। প্রশিক্ষণ কর্মশালাটি দু’দিন ব্যাপি চলবে এবং এতে অংশ নিয়েছে উপজেলার ৩৫ টি প্রাথমিক বিদ্যালয় হতে আগত শিক্ষকবৃন্দ।
কমাশালাটিতে জুম এ্যাপের ব্যাবহার, মেইলিং, অফিস পাওয়ার পয়েন্ট ম্যানেজমেন, প্রেজেন্টেশন তৈরীসহ শিক্ষার্থীদের শিক্ষাদানে সহায়ক সব প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।