ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৭৯ টি সার্ব্বজনীন পূজামণ্ডপের প্রত্যেকটিতে ০.৫০ জি আর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, সলঙ্গা থানার প্রতিনিধি এসআই আলমগীর হোসেন, রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কুমার, সাধারণ সম্পাদক পরিমল কুমার পোদ্দার, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে, এম রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুলসহ উপজেলার ৭৯টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভা শেষে ৭৯ টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকদের হাতে জি.আর এর ডিও তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও সকল অতিথিবৃন্দ।