ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষাণ-কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নিতপুর সদর ইউনিয়ন কপালী মোড় ও চকবিষ্ণপুর এলাকায় ফসল উৎপাদনে বিভিন্ন প্রযুক্তি, বর্তমান করণীয় ও সমসাময়ীক বালাইনাশক বিষয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. রবিআহ নূর আহম্মেদ, হর্টিকালচার সেন্টার বদলগাছীর সিনিয়র উদ্যানতত্ববিদ কৃষিবিদ আ.ন.ম.আনোয়ারুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বকুল ইসলাম সহ উপ-সহকারী কৃষিকর্মকর্তাগণ।
এছাড়াও প্রধান অতিথি কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ রাতে একই এলাকায় আলোক ফাঁদের মাধ্যমে ধানে ফসলের উপকারী ও অপকারী পোকার উপস্থিতি পর্যবেক্ষন করেন। এসময় তিনি কৃষক-কৃষাণীদের রোপাআমন ধানের রোগ-পোকার আক্রমনে করণীয় বিষয়ে আগাম সতর্কীকরণ বক্তব্য প্রদান করেন।