ধূমকেতু নিউজ ডেস্ক : সীমান্তবর্তী নাগর নদীতে স্থানীয় দুইজনের সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ওবায়দুর রহমান (৩০)। এক সপ্তাহ পার হয়ে গেলেও খোঁজ নেই তার। নিখোঁজ ছেলেকে একনজর দেখার অপেক্ষায় আকুল হয়ে আছেন মা রাশেদা বেগম। বাড়ির আঙিনায় বসে ছেলের প্রতীক্ষায় দিন কাটছে মা রাশেদার।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১ নং গেদুরা ইউনিয়নের মারাধার গ্রামের হাসান আলীর পরিবারের ঘটনা।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১ নভেম্বর বিকেলে ধর্মগর সীমান্ত ফাঁড়ি এলাকায় নাগর নদীতে মাছ ধরতে যায় মারাধার গ্রামের হাসান আলীর ছেলে ওবায়দুর রহমান, তার ভেগ্নে সুমন ও বন্ধু উজির। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ওবায়দুর রহমানকে উদ্দেশ্য করে গুলি শুরু করে। এ সময় পালিয়ে যাবার চেষ্টা করলেও বিএসএফ’র হাতে আটক হয়ে যায় ওবায়দুর, পালিয়ে আসে তার বন্ধু ও ভাগ্নে।
পরে ভাগ্নে সুমন ও বন্ধু উজির বাসায় এসে বিষয়গুলো জানান ওবায়দুরের পরিবারকে। এর পরেই পরিবারের স্বজনেরা বিভিন্নভাবে ওবায়দুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মেলেনি কোনো সন্ধান। পরিবারের পক্ষ থেকে ধর্মগর সীমান্ত ফাঁড়িতে বিষয়টি অবগত করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো সন্ধান মেলেনি ওবায়দুরের।
ঘটনাস্থলে উপস্থিত ওবায়দুরের সাথে থাকা তার বন্ধু উজির ও ভাগ্নে সমুন জানান, মাছ ধরার সময় হঠাৎ করেই বিএসএফ’র লোকেরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কোনো কারণ ছাড়াই ওবায়দুরসহ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে গুলি ছোড়ে। পরে ওবায়দুরকে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে কোনো সন্ধান নেই তার।
এদিকে বিজিবির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নিখোঁজ ওবায়দুরের বিষয়ে বিএসএফ কোনো কিছুই জানে না- এমনটি জানিয়েছেন বিজিবি।
স্থানীয় রবিউল ইসলাম রুবেলসহ বেশ কয়েকজন বলেন, শুনেছি মাছ মারতে গিয়ে বিএসএফ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর থেকেই তার কোনো সন্ধান নেই। সে বেঁচে আছে না মৃত, আমরা কেউ কিছু জানি না। তার সাথে তার বন্ধু ও ভাগ্নে ছিলো, তারা পালিয়ে এসেছে। তারাই এসে আমাদের ঘটনা বলেছে। আজ দিয়ে ৯ দিন হয়ে যাচ্ছে, ওবায়দুরের কোনো খবর নেই। আমরা এলাকাবাসী হিসাবে আমাদের এলাকার ছেলের সন্ধান চাই।
ওবায়দুরের মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে মাছ মারতে গিয়েছিল। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ নাই। কি করবো…? ৮ দিনের বেশি সময় হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আমার ছেলের কোনো খবর পাইনাই। তার মুখ দেখিনাই। কি করবো কই যাবো…? আমার ছেলেরে আমার কাছে ফিরিয়ে দাও।
ঘটনাস্থলে উপস্থিত ওবায়দুরের সাথে থাকা তার বন্ধু উজির ও ভাগ্নে সমুন জানান, মাছ ধরার সময় হঠাৎ করেই বিএসএফ’র লোকেরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কোনো কারণ ছাড়াই ওবায়দুরসহ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে গুলি ছোড়ে। পরে ওবায়দুরকে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে কোনো সন্ধান নেই তার।
এদিকে বিজিবির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নিখোঁজ ওবায়দুরের বিষয়ে বিএসএফ কোনো কিছুই জানে না- এমনটি জানিয়েছেন বিজিবি।
স্থানীয় রবিউল ইসলাম রুবেলসহ বেশ কয়েকজন বলেন, শুনেছি মাছ মারতে গিয়ে বিএসএফ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর থেকেই তার কোনো সন্ধান নেই। সে বেঁচে আছে না মৃত, আমরা কেউ কিছু জানি না। তার সাথে তার বন্ধু ও ভাগ্নে ছিলো, তারা পালিয়ে এসেছে। তারাই এসে আমাদের ঘটনা বলেছে। আজ দিয়ে ৯ দিন হয়ে যাচ্ছে, ওবায়দুরের কোনো খবর নেই। আমরা এলাকাবাসী হিসাবে আমাদের এলাকার ছেলের সন্ধান চাই।
ওবায়দুরের মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে মাছ মারতে গিয়েছিল। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ নাই। কি করবো…? ৮ দিনের বেশি সময় হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আমার ছেলের কোনো খবর পাইনাই। তার মুখ দেখিনাই। কি করবো কই যাবো…? আমার ছেলেরে আমার কাছে ফিরিয়ে দাও।