ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় নিহত ইমরান হোসেন রানা (৩৮) হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গনেশপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধর্ষণচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মিজানুর রহমান রঞ্জু (২৭)। তিনি গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে চাঁন্দু কাজীর ছেলে। বুধবার সকালে তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রানা হত্যা মামলার এজাহারভ‚ক্ত আসামী মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাঁর বাবা রফিকুল ইসলাম ওরফে চাঁন্দু কাজী ও ছোটভাই রায়হান কাজীও আসামী রয়েছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মÐলের সমর্থকদের মধ্যে সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের আটজন কর্মী-সমর্থক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।
এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরীরর কর্মী ইমরান হোসেন রানা গত ১৮ নভেম্বর মারা যান। ঘটনায় নিহত রানার মা রেজিয়া বেগম বাদি হয়ে ১৯ নভেম্বর মান্দা থানায় একটি মামলা দায়ের করেন।