ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা র্যাবের অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ঢাকা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ঢাকা পাড়া জয়নাল প্রামানিক এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রফিকুল বেপারী ও ছাব্বির আলী বেপারীকে গ্রেপ্তার করে। তাদের নিকট হতে ১০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল, নগদ ৫,৯৯০/- টাকা উদ্ধার করে।
র্যাব-১২ আরও জানায়, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজের হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানায় মাদক মামলা করা হয়েছে।