ধূমকেতু নিউজ ডেস্ক : খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে হত্যার ঘটনায় বাবা সোলেমান হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি।
মঙ্গলবার সকালে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, ৩ জানুয়ারি স্ত্রী খালেদা আক্তার পিংকী ও ৪ মাসের মেয়ে সালমা আক্তার জান্নাতকে গণা কেটে হত্যার পর কম্বল দিয়ে পেচিয়ে রেখে পালিয়ে যান সোলেমান।
২০১৩ সালে পারিবারিকভাবে খাগড়াছড়ির খালেদা আক্তার পিংকির (২৫) সঙ্গে বিয়ে হয় মো. সোলেমান হোসেনের (৩৫)। তাদের সংসারে ছিল পাঁচ বছর বয়সী ও চার মাস বয়সী দুই শিশু সন্তান।
স্ত্রী পিংকির পারিবারিক অবস্থা ভালো হওয়ায় সম্প্রতি যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সোলেমান। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এই সম্পর্কে বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও চার মাসের কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান সোলেমান।
এ ঘটনায় পিংকীর বাবা রামগড় থানায় মামলা করলে ১০ জানুয়ারি রাতে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে সোলেমান হোসেনকে গ্রেফতার করা হয় বলে জানান বিশেষ পুলিশ সুপার।
এদিকে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে মাহবুবুর রহমানকে গ্রেফতার করার কথাও জানায় সিআইডি।