ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশ ইউক্রেনের হামলা চালাচ্ছে রাশিয়া। আজ শনিবার হামলা দশম দিন। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ পূর্ব ও উত্তর ইউক্রেনে তাদের টার্গেটগুলো দখল করতে লড়াই করলেও মূলত রুশ বাহিনীর অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ ইউক্রেনে সাফল্য পাওয়াটাই হবে গুরুত্বপূর্ণ।
রাশিয়াও মনে করছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলই হবে বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইতোমধ্যেই কিছু শহর তারা দখল করেছে। সবশেষ তারা জাপোরিঝঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও দখল করে নিয়েছে।
ক্রিমিয়ার পূর্ব দিকে রুশ বাহিনী মারিউপোলের দিকে যাচ্ছে। মারিউপোলের পতন হলে এটি রাশিয়াকে ইউক্রেনের একটি বড় বন্দরের নিয়ন্ত্রণ পেতে সহায়তা করবে। একই সাথে এটি ক্রিমিয়া ও রাশিয়া সমর্থিত লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলের সাথে একটি সড়ক করিডোর প্রতিষ্ঠা করবে। সূত্র: বিবিসি বাংলা