ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানে স্থানীয় তালেবানের হামলায় অন্তত ছয় সেনা সদস্য নিহত হয়েছে। বুধবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় তালেবান।
জানা গেছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক নিরাপত্তা সদর দফতরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় পাকিস্তানের অন্তত ছয় সেনা নিহত হয়। আহত হয় অন্তত আরও ২২ জন।
দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় এফসি লাইনে হামলার দাবি করেছে দেশটির তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সংগঠন।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তীব্র গুলি বিনিময়ের সময় ছয় সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছে।
অন্যদিকে টিটিপি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের ৩০ জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে।
টিটিপি নামের সংগঠনটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। এই গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক। টিটিপি বছরের পর বছর ধরে ইসলামাবাদের সরকারকে উৎখাতে লড়াই চালিয়ে আসছে। তারা পাকিস্তানে কঠোর শরিয়া আইন কায়েম করতে চায়।