ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজস্থানের করৌলি শহরে সাম্প্রদায়িক সহিংসতায় পুড়ে যাওয়া ৮০ টি দোকানের মধ্যে ৭৩ টি মুসলিমদের বলে মন্তব্য করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।
শুক্রবার হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ সূত্রে প্রকাশ, করৌলির সহিংসতার ঘটনায় রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। রাজস্থান সরকারের এক মন্ত্রীকে উদ্ধৃত করে হায়দরাবাদের এমপি এবং ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দোকান পোড়ানোর বিষয়ে একটি বড় দাবি করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াইসি এক বার্তায় বলেছেন, ‘রাজস্থান সরকারের মন্ত্রী বলেছেন যে করৌলিতে মোট ৮০ টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে ৭৩ টি মুসলমানদের, কিন্তু বিজেপির মতে, কারাউলিতে শুধুমাত্র হিন্দুদের ক্ষতি হয়েছে।’
করৌলি হিংসার জন্য রাজস্থান সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ওয়াইসি। তিনি বলেন, ‘কারৌলিতে মুসলিমরা শুধুমাত্র সংঘের (আরএসএস) দাঙ্গাবাজদের লক্ষ্যবস্তু ছিল না বরং তারা গেহলোট সরকারের পুলিশ ও প্রশাসনের হয়রানিরও শিকার হন।’
অন্যদিকে, করৌলি সহিংসতার বিষয়ে, বিজেপির রাজ্যসভার সদস্য কিরোরি লাল মীনার দাবি, হিন্দু নববর্ষের দাঙ্গার কারণে কমপক্ষে ১৯৫টি হিন্দু পরিবার শহর ছেড়ে পালিয়েছে।
বিজেপি এমপি এবং যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য গতকাল করৌলি সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে দেখা করতে রাজস্থানে পৌঁছেছিলেন, যেখানে তাকে রাজ্য সরকার গ্রেফতার করেছিল।
রাজস্থান সরকারের মন্ত্রী বিশ্বেন্দ্র সিং, বিজেপি নেতা তেজস্বী সূর্যের সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কোনও দলের নেতাকে ১৪৪ ধারা ভাঙতে দেওয়া হবে না। আমরা তা সত্ত্বেও তাদের ৩টি গাড়ি নিয়ে করৌলিতে যেতে দিয়েছিলাম কিন্তু সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, যদি বিজেপি নেতারা আসতেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিছু টাকা আনতেন এবং মানুষকে ক্ষতিপূরণ দিতেন তাহলে আসার কিছুটা অর্থ থাকত। এই লোকেরা এখানে এসেছে শুধু রাজনৈতিক রুটি সেঁকতে। তাদের লজ্জা হওয়া উচিত!
করৌলি সহিংসতার বিষয়ে সরকারের পদক্ষেপের বিবরণ দিয়ে তিনি বলেন, ওই ঘটনায় কমপক্ষে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২৭ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, সহিংসতায় প্রায় ৮০টি দোকান পুড়ে গেছে, যার মধ্যে ৭৩টি সংখ্যালঘু সম্প্রদায়ের এবং ৭টি দোকান সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের। ক্ষতি হয়েছে সবারই।
সম্প্রতি কিছু লোক হিন্দু নববর্ষ উপলক্ষ্যে রাজস্থানের করৌলিতে একটি মোটর বাইক র্যা লি বের করেছিল। এ সময়ে পাথর নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে।