ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনের পূর্বাঞ্চলীয় একটি রাস্তায় অন্তত তিনজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত তিনজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১০টার দিকে হ্যাকনি এলাকার মিডলটন রোডে ওই তিনজনকে গুলি করা হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের পুলিশ হেল্পলাইনে ফোন করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: স্কাই নিউজ
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news