ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি সামরিক জোটের তুরস্কে তৈরি একটি ড্রোন উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশে ভূপাতিত করেছেন।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি রোববার তার টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স ও ফ্রান্স২৪-এর।
এতে তিনি বলেন, তার দেশের সামরিক বাহিনী তুরস্কে নির্মিত কারায়েল নামে একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি পরিচালনা করেছিল সৌদি নেতৃত্বাধীন আরব জোট।
জেনারেল সারিয়ি জানান, ড্রোনটি জাওফ প্রদেশের আল-মারাজিক এলাকার আকাশে গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। ইয়েমেনে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়।
অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় রোববার ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
তবে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও তাদের সমর্থিত সেনারা ধীরে ধীরে রুখে দাঁড়িয়েছেন এবং ইয়েমেনিরা এখন নিয়মিতভাবে পাল্টা জবাব চালিয়ে আসছেন।