ধূমকেতু নিউজ ডেস্ক : আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যান্ড্রি কারলোভকে সভামঞ্চে প্রকাশ্যে গুলি করে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত।
পাঁচ বছর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ছবির প্রদর্শনীতে ছুটিতে থাকা এক পুলিশ সদস্যের পিস্তলের গুলিতে ওই রুশ কূটনীতিক নিহত হন। খবর আলজাজিরার।
২০১৬ সালের ১৯ ডিসেম্বর ‘আলেপ্পোকে ভুলি নাই’ বলেই তুর্কি পুলিশ সদস্য মেভলুত মের্ট আলতিনতাস (২২) রুশ কূটনীতিককে গুলি করে। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ঘাতকও।
সিরিয়ায় গৃহযুদ্ধে রাশিয়াকে দায়ী করে দেশটির রাষ্ট্রদূতের ওপর হামলা চালিয়ে ছিলেন ওই তুর্কি পুলিশ।
মামলার অন্য পাঁচ আসামিকে তুরস্কের একটি আদালত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।