ধূমকেতু নিউজ ডেস্ক : ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসকে দূষিত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আমির আব্দুল্লাহিয়ান।
তিনি বলেছেন, নিষেধাজ্ঞা বজায় রাখার নীতি, সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুত্ব ইত্যাদি প্রমাণ করছে ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসে ভয়াবহ রকমে সংক্রমিত হয়েছে।
শনিবার এক টুইট বার্তায় আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন বলে ইরনা জানিয়েছেন।
মার্কিন সভ্যতা দুরারোগ্য রোগে ভুগছে উল্লেখ করে ইরানের স্পিকারের এই উপদেষ্টা আরও বলেন, বাইডেনও সেই ট্রাম্পই! রুশ প্রেসিডেন্ট পুতিনকে অভিযুক্ত করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন।
সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ ভাবেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘হ্যা আমি তাই ভাবি।’
মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মস্কো ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়।