ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মুর্শিদাবাদে ৩০ হাজার ইয়াবাসহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। জেলার সুতি থানার হাসানপুর থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
রোববার এ খবর জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। গ্রেফতার যুবকের নাম সোহেল। তিনি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানানো হয়েছে।
খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নদীর পাড়ে তল্লাশিতে নামে পুলিশ। সন্দেহ হওয়াতে এক যুবককে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি বাংলাদেশের নাগরিক।
বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো কাগজপত্রও দেখাতে পারেননি ওই যুবক। অবৈধভাবেই ভারতে প্রবেশ করেন তিনি। এ ঘটনায় সুতি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এ ঘটনার পেছনে বড় কোনো মাদকচক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।