ধূমকেতু প্রতিবেদক : মিয়ানমারে করোনা মোকাবেলায় সহায়তা করতে সু চি’র হাতে তিন হাজার ভায়াল রেমডেসিভির তুলে দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এ সময় উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার তারা মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করে এ ভায়াল তুলে দেন।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুদিনের সফরে মিয়ানমার অবস্থান করছেন ভারতের সেনাপ্রধান ও পররাষ্ট্র সচিব।
সফরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
মিয়ানমারে ভারতীয় দূতাবাস থেকে টুইট করে জানানো হয়, কোভিড পরিস্থিতি নিয়েও সু চির সঙ্গে বৈঠক হয়েছে শ্রিংলার। করোনার ওষুধ অ্যান্টি-রেট্রোভিয়াল রেমডেসিভিরের প্রায় তিন হাজার ভায়াল তুলে দেওয়া হয়েছে তার হাতে।
মিয়ানমারে প্রতিনিয়ত করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের পরেই সংক্রমণের নিরিখে রয়েছে দেশটি। সেখানকার ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে ভারতের দেওয়া রেমডেসিভির ওষুধ পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে তাই নয়, পাশে থাকার বার্তাও দেবে।