ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, কুর্দিস্তান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত আরও আট জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাসটি কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের মারিভান ও কামইয়ারান এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। তবে চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্য আরেকটি সূত্র বলছে, বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় ১৬ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১২ জন।
ইরানের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ইরান।