ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) রিংলিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান। তবে কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু বলেননি তারা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) তালেবান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর পার্স টুডের।
তালেবান বলেছে, জঙ্গি গোষ্ঠী আইএসের রিংলিডার খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছেন। আফগানিস্তান থেকে এই গোষ্ঠীকে শিগগিরই নির্মূল করা হবে।
উল্লেখ্য, কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জন্য সিরিয়া ও ইরাকসহ বিভিন্ন দেশে যুদ্ধপরাধ চালিয়ে আসছে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএস। তালেবানের বিরুদ্ধেও তারা রক্তক্ষয়ী হামলায় লিপ্ত। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে আইএসের সন্ত্রাসী হামলা বেড়েছে।