ধূমকেতু নিউজ ডেস্ক : এক গাঁজা ব্যবসায়ীর প্রেমে পড়েছেন ‘হ্যারি পটার’খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন। ২০১৯ সালের অক্টোবরে এক যুবকের সঙ্গে এমা ওয়াটসনের প্রকাশ্যে চুমুর ছবি ভাইরাল হলে এমনটাই জানা গিয়েছিলো।
বেশ সিরিয়াস হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুঁজে বের করেছিলো এমার সঙ্গে থাকা যুবকটির পরিচয়। জানা যায়, লিও রবিনটন নামের ওই যুবক পেশায় একজন গাঁজা ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুমোদিত মাদকের বিশাল ব্যবসার মালিক তিনি।
গাঁজাসহ বিভিন্নরকম মাদকের ব্যবসা করেন ৩০ বছরের রবিনটন। অর্থকড়ির অভাব নেই। আছে অনেক প্রভাবও।
বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ১৮ মাসের প্রেমের পর এই গাঁজা ব্যবসায়ীর সঙ্গেই সংসার শুরু করতে যাচ্ছেন এমা।
ডেইলি মেইলই জানিয়েছে, এমা নাকি চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন! যেকোনো দিন শোনা যেতে পারে বিয়ে সেরে ফেলেছেন এমা ও লিও।
‘হ্যারি–পটার’ দিয়ে রাতারাতি আলোচনায় আসা এমা এরইমধ্যে নাম কামিয়েছেন ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘লিটল ওম্যান’ ইত্যাদির মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে। ফোর্বস আর ভ্যানিটি ফেয়ারের মতে, তিনি হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারীদের একজন হিসেবেও পরিচিত।
টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী নারীর তালিকাতেও নাম উঠিয়েছেন নারীবাদী হিসেবে খ্যাত এই অভিনেত্রী। এবার তিনি মন দিতে যাচ্ছেন সংসারধর্মে।
বিয়ের পর হলিউড থেকে সাময়িক বিরতি নেয়ার পরিকল্পনাও রয়েছে এমার। তবে বিয়ের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে চার হাত এক করে নেবেন তারা।