ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে এসে। অস্থায়ী কার্যালয়ে আগুন ও হেলমেট বাহিনীর আতঙ্কে সাধারণ ভোটাররা। এরই মধ্য দিয়ে আজ ভালুকগাছি ও শীলমারিয়া দুই ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হবে আজ।
জানা গেছে, ভালুকগাছি ইউনিয়নে মোট ভােটার সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮৬ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৪০৫ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন। সংরক্ষিত আসনে ৩টি পদে ১১ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রাথী জিল্লুর রহমান (নৌকা মার্কা) ও স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা একরামুল হক (আনারস) এর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
অপরিদকে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৯৪ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৯১৩ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা সদস্য ৩টি পদে ১২ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে আরো প্রার্থী থাকলেও বেশী আলোচনায় আসছে আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা) ও স্বতন্ত্রপ্রাথী বিএনপি নেতা আবু হায়াত (চশমা)।
শাহিন ইসলাম নামের একজন ভোটার বলেন, ভোটের আনন্দ জমে উঠতেই শেষ দিকে এসে আমরা খুব আতঙ্কিত। কোথাও বা অফিস আগুন আবার কোথাও হেলমেট বাহিনীদের তান্ডব শুনে ভোট কেন্দ্রে যেতে ভয় করছে আমাদের মত সাধারণ মানুষের।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুই ইউনিয়নের মোট কেন্দ্র সংখ্যা ২৬ টি ভোট কেন্দ্র। তার মধ্যে ১২ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কর্মকর্তা। সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। নির্বাচনকে ঘিরে কোন প্রকার সহিংসতা যেন না হয় সে জন্য আমাদের বিশেষ একটি টিমের অভিযান চলমান থাকবে।