ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভা রাজশাহী জুড়ে জনসমুদ্রে রুপান্তর হবে। প্রধানমন্ত্রীকে দেখাতে হবে তানোর গোদাগাড়ী নৌকার ঘাটি। আপনারা ফিরোজ চত্বরে উপস্থিত হবেন, সেখান থেকে ৩০-৪০ হাজার নেতাকর্মী নিয়ে লালক্যাপ পরে মিছিল নিয়ে জনসভাস্থলে যাওয়া হবে। আমি থাকব সামনে।
যারা ত্যাগী বলে দাবি করেন, বিগত ২০০১ সালের আগে কোথায় ছিল তারা। পোষ্টার লাগানোর লোক পাওয়া যায়নি। এই এলাকা ছিল সন্ত্রাসের আস্থানা। শুধু তানোর গোদাগাড়ী না পুরো রাজশাহী অঞ্চল সন্ত্রাসের রাজত্ব ছিল। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সবকিছু তছনছ করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি জামাত নানাভাবে দেশ বিরোধী গুজব ছড়াচ্ছে।
তারা বলছে দেশ দেওলিয়া হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে দেশ খাদ্যে ভরপুর সে দেশ দেওলিয়া হয় না। আসলে তারা দেশের ভালো চায় না। যেমন আগে তানোরে রাস্তা ঘাট নিয়ে নানা গুজব ছড়াতো তারা। কিন্তু এখন আর সেটা পারেনা, অথচ আমাদের মধ্যে কিছু পথহারা ব্যক্তিরা বিএনপির বিটিম হয়ে কাজ করছে।
তাদেরকে বলতে চায়, ২০০১ সালের আগে এই তানোরে আওয়ামী লীগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে। তারা এসব দেখতে পায়না। আবার গত ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা প্রচারের নামে আমার শহীদ পিতা ও আমাকে নিয়ে পাগলের প্রলোপ বকেছেন। প্রধানমন্ত্রীর জনসভায় দলমত নির্বিশেষ সবাই উপস্থিত হবেন, কারন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দিবেন। যারা কোনভাবেই যেতে পারবেন না তাদেরকে অনুরোধ করে বলব টিভিতে শুনবেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) শেষ বিকেলের দিকে তানোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি ওমর ফারুক চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষকলীগের সম্পাদক আবু বাক্কার সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, কৃষকলীগের উপজেলা সভাপতি রাম কমল সাহা, পাচন্দর ইউপি চেয়ারম্যান সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান সভাপতি নাজিমুদ্দিন বাবু, মুন্ডুমালা পৌর সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, যুবলীগ সম্পাদক জুবায়ের ইসলাম।
এছাড়াও জেলা সৈনিক লীগ সম্পাদক মাহবুর রহমান মাহাম, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, যুবলীগ নেতা ওহাব সরদার, আলি হোসেন, লুৎফর রহমানসহ উপজেলার সাত ইউপি ও দুই পৌরসভার আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।