ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের। দুই দশক আগে এডহক কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছিল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। এরআগে ছিল স্বেচ্ছাসেবকলীগে আহ্বায়ক কমিটি। তবে এবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা করা হবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি।
স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নতুন রুপে সেজেছে উপজেলা সদর ভবানীগঞ্জ। দীর্ঘ দুই দশক পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। সাজানো হয়েছে উপজেলা সদর ভবানীগঞ্জ। তোরণ নির্মান করা হয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের পক্ষ থেকে।
আগামী ১৫ জুলাই ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। প্রথম বারের মতো স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সুসংগঠিত অবস্থানে থেকে দলীয় কার্যক্রম পরিচালিত করতে আসছে স্বেচ্ছাসেবক লীগ। বাগমারায় আওয়ামী লীগের শক্তি হিসেবে কাজ করে যাবে স্বেচ্ছাসেবক লীগ। বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সম্প্রতি আহŸায়ক কমিটি গঠন করা হয়েছিল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাঠে কাজ করছেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। এক সময়ের অশাস্ত বাগমারায় ২০০৮ সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে শান্তির জনপদে পরিনত হয়েছে। নারী-পুরুষ সবাই উপজেলা জুড়ে চলাফেরা করতে পারছে কোন ভয়ভীতি ছাড়া। আওয়ামী লীগ সরকারের দুরদর্শী নেতৃত্বেই তা সম্ভব হয়েছে।
আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও দীর্ঘ ২০ বছর হয়নি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। দুই দশক পরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর আনাগোনা লক্ষ্যে করা যাচ্ছে।
এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠন কেউ শক্তিশালী করা হচ্ছে। নতুন কমিটিতে পদ পেতে এরই মধ্যে পদপত্যাশী বেশ কয়েকজন নিজেদের আত্মপ্রকাশ করেছে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন কালারফুল করতে যা যা প্রয়োজন সেটা করেছে উপজেলা আওয়ামী লীগ।