ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। অধিকাংশ কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারের উপস্থিতি ছিল হাতে গোনা। সকাল-দুপুর ও বিকালেও ভোটারদের উপস্থিতি বাড়েনি। প্রার্থীরা সব বুথে তাদের পোলিং এজেন্টও দিতে পারেননি। কোন কোন বুথে এক প্রার্থীর এজেন্ট থাকলেও আরেক প্রার্থীর এজেন্টও ছিলনা।
সর্বশেষ বিকেল পৌণে ৪টায় উপজেলা সদরে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হলে,এই কেন্দ্রে প্রিজাইটিং অফিসার সাহাদুল ইসলাম জানান তার কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭০ জন। কাষ্টিং ভোট ২৫১ টি। সাড়ে ৩টা পর্যন্ত বাঘা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট কাষ্ট হয়েছে ৩০০ টি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৫৯।
পৌণে ৩টায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, ৩ হাজার ২৯ ভোটের মধ্যে কাষ্ট হয়েছে ৩৬০টি। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কাদিরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০ ভোটের মধ্যে কাষ্ট হয়েছে ৮০ ভোট। কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯১৮ ভোটের মধ্যে কাষ্ট হয়েছে ৭৫টি। এই কেন্দ্রে ৭টি বুথের মধ্যে ১২ টা পর্যন্ত ৩ নম্বর ও ৪ নম্বর বুথে কোন ভোটই পড়েনি।
কালিদাশখালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার নাফিজ শরীফ জানান, তার কেন্দ্রে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৫১ টি ভোট কাষ্ট হয়েছে। ভোটার সংখ্যা ৪ হাজার ২টি। ১০ টি বুথের ৯টিতে কলস প্রতীকের কোন এজেন্ট ছিলনা। সব বুথেই ফুটবল প্রতীকের এজেন্ট ছিল বলে জানান তিনি। দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৮টি বুথে ২ প্রার্থীর একজন করে এজেন্ট ছিল।
প্রিজাইটিং অফিসার গোলাম মোস্তফা জানান, ভোটার সংখ্যা ৩ হাজার ২৩৬টি। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ১৫৯ ভোট।
বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি বুথের মধ্যে সব বুথেই কলস প্রতীকের এজেন্ট থাকলেও ফুটবল প্রতীকের এজেন্ট ছিল ২টি বুথে।
প্রিজাইটিং অফিসার আবু জাফর রেদওয়ানুর জানান, ১১টা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে, ১০৫টি। মোট ভোটার ২ হাজার ৫২৮টি।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত আড়ানীর বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়ে ৬৫ টি। ভোটার সংখ্যা ৩ হাজার ২২৭ টি।
অন্য্যান্য কেন্দ্রে ভোটারের উপিস্থিতি ছিল হাতে গোনা। যে সব ভোটার এসেছিলেন তারা আরাম আয়েশে ভোট দিতে পেরেছেন। তাদের একজন ৭৫ বছর বয়সের গোলাপি বেওয়া। তিনি আড়ানি মনোমহনি উচ্চ বিধ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ঝামেলা মুক্ত ছিলেন ভোট গ্রহণ কর্মকর্তারাও। ভোটারের উপস্থিতি কমের বিষয়ে জানতে চাইলে পাকুড়িয়ার একজন ভোটার আনোয়ার হোসেন জানান, ভোট হচ্ছে বরে তিনি বুঝতেই পারেননি। কোন প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষের কোন লোক তার কাছে ভোই চাননি। তিনি ভোটও দিতে যাননি।
দিঘার ফারহানা আকতার বলেন, ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। সেই দায়িত্ববোধ থেকে ভোট দিয়েছি।
উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস) ও আওয়ামী লীগের সমর্থক রিনা খাতুন (ফুটবল)।
জানা যায়, সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত। ৫৯টি কেন্দ্রে ৫৯ জন প্রিজাইডিং অফিসার, ৪২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৪০ জন পোলিং অফিসারসহ, পুলিশ, আনছার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি কাজ করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩। এরমধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।
উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বলেন, সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে।
রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, সুষ্ট সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য তাদের সকল প্রস্তুতি নেওয়া ছিল।