ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে এক দফা দাবিতে নাটোরে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে বিপুল পরিমান পুলিশ সদস্যের উপস্থিতিতে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী কতৃত্ববাদী অবৈধ দূর্নীতিবাজ এই সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠি হয়ে উঠেছে। এই জালিম সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচন করতে হবে। সেই লক্ষ্যে তারা এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন জোরদার করে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। পরে সেখান থেকে পদযাত্রা আবারো আলাইপুর বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
এদিকে, বিএনপি’র এক দফা দাবীতে পদযাত্রার বিপরীতে নাটোরে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে। মঙ্গলবার জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ শহরের কান্দিভিটাস্থ দলীয় অস্থায়ী কার্যালয় থেকে এক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ঘুরে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে তারা এক সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি শহিদুল ইসলাম বকুল এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ সহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বিএনপি যদি পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য করতে চায় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এজন সরকারের প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।