ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ দেখা হয়েছিল দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির। এরপর দীর্ঘ ২২ বছর কেটে গেলেও সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ হয়নি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর দেখা হবে কি না এ নিয়ে বগুড়া-৪ আসনের দুই দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন জিয়াউল হক মোল্লা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন শহীদুল আলম দুদু। ওই নির্বাচনে জিয়াউল হক মোল্লা ১,১৪,৮১৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়। আর শহীদুল আলম দুদু পান ৭২,৪৬৪ ভোট। এরপর বিএনপির নির্বাচন বর্জন ও আওয়ামী লীগের শরিকদের আসন ছেড়ে দেয়ার চক্করে আর এ দুই দলের প্রার্থীদের মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি।
এদিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের অনেক নেতাই মনোনয়নের জন্য প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের গলার কাঁটা হয়ে আছে শরিকদল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বর্তমান সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। অপরদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঠে তেমন দেখা যাচ্ছে না। যদিও নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতারা বলছেন, ২০১৮ সালের ভোট চুরির নির্বাচনেও আলহাজ্ব মোশারফ হোসেন এমপি হয়েছে। তাই বিএনপি নির্বাচনে গেলে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনই মনোনয়ন পাবে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনটি নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা ও কাহালু উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ২০১৮ সালের হিসেবে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮ হাজার ৬৪৪ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪১০ জন ও কাহালু উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৩৪ জন। সীমানা পরিবর্তনের পর ১৯৮৬-২০২৩ সাল পর্যন্ত ৮টি জাতীয় সংসদ নির্বাচন ও ২টি জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ও বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা কখনও জয় পায়নি।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আহছানুল হক। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, বিএনপি নেতা ফজলে রাব্বি তোহা, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট গোলাম আকতার জাকির ও বিএনপি নেতা এ্যাডভোকেট রাফি পান্না।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি। তবে জাসদকে মনোনয়ন দেয়া হয়েছিল। সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় এ আসনে দলীয় প্রার্থী। আমি আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন তা জনসাধারণের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে বগুড়া-৪ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে আশা করি।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনকে গত নির্বাচনে ভোট ডাকাতি করেও এমপি হওয়া ঠেকাতে পারেনি। বিএনপি নির্বাচনে গেলে মোশারফ হোসেন আবারও নমিনেশন পাবে বলে আশা করি। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে মোশারফ হোসেন ছাড়া আর কেউ নাই।