ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন ভোট বর্জন করেছেন। কেন্দ্র প্রার্থীকে ঢুকতে না দেয়া, এজেন্টদের হুমকি ও কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেন তিনি।
রোববার (৭ জানুয়ারী) দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রার্থী নিজেই।
মোহাম্মদ আব্দুল মতিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস দেয়া হলেও ভোটের দিন চিত্র পুরো উল্টো ছিল। বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আরও কয়েকটি কেন্দ্রে দায়িত্বরত এজেন্টদের বিভিন্নভাবে হুমকি দেয়া হয়েছে। পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে কেন্দ্রে ঢুকতে দেয়নি নৌকার সমর্থকরা। এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।
মোহাম্মদ আব্দুল মতিন বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছিলাম। প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আশ্বাস দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনী সুষ্ঠু পরিবেশ না থাকায় ভোট বর্জন করলাম।
এর আগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, সারা জেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/