ধূমকেতু নিউজ ডেস্ক : অবিলম্বে গণতন্ত্রে উত্তরণের জন্য সংস্কারের রূপরেখা ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (১ অক্টোবর) সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ধর্মীয় মৌলবাদী সম্পদ্রায়িক গোষ্ঠীর কাছে নতজানু হয়ে অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে ফ্যাসিবাদের উচ্ছেদ করে মৌলবাদ-সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানের জন্য নয়।
আশুলিয়ায় শ্রমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভায় বলা হয়, পতিত ফ্যাসিবাদী সরকার বাঁচার মতো মজুরি চাওয়ায় গুলি করে শ্রমিকদের হত্যা করেছিল মালিকশ্রেণির স্বার্থ রক্ষায়। গণঅভ্যুত্থানের পরও শ্রমিকের বুকে গুলি করা হলো-অন্তর্বর্তী সরকারের কাছে শ্রমিক জনতা এহেন ফ্যাসিবাদী আচরণ আশা করেনি।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
আরও উপস্থিত ছিলেন, বাসদের সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ মার্কসবাদী সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, অধ্যাপক আব্দুস সাত্তার, মিহির ঘোষ, শহিদুল ইসলাম সবুজ, রুবেল সিকদার প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew