IMG-LOGO

মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দাবি না মানলে কাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের‘আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক’আ.লীগ উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন্ শেখ হাসিনার কাছে জবাব চান, কেন পালালেননিউইয়র্কে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানী‘আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে’টিভিতে আজকের খেলামহাদেবপুরে নদীর পাড়ে মিললো নবজাতকের লাশরাশিফলইতিহাসের এই দিনড. ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরামাষকলাই চাষে আশার আলো দেখছেন রায়গঞ্জের কৃষকরাকারাগারেও তৎপর ‘দরবেশ’ সালমান এফ রহমানটাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরীর ধুম
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক’

‘আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক, হাসিনার সুঃশাসন আবার ফিরে আসুক। চাই না বলেই সমস্ত অভিজ্ঞতা দিয়ে বলছি। রাজনৈতিক দলগুলো সব সময় বাংলাদেশের ভালো করার চেষ্টা করে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
সাবেক মন্ত্রীপুত্রের রঙ্গ মহল গুড়িয়ে দিল রেল বিভাগ

ফখরুল বলেন, সরকারের অনেকেই অনেক কথা বলছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আপনার ফোকাস এক জায়গা করেন। নির্বাচন কমিশন গঠন করে, প্রশাসন ঠিক করে নির্বাচনের দিকে যান। বাঁকি সংস্কার নির্বাচিত সরকার করবে। আমরা বলেছি নির্বাচিত হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করব।

টকশোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, টকশোতে এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে ঘটনা ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশে ভিন্ন দিকে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রতিরোধ করতে পারিনি বলে হাসিনার স্বৈরাচার এসেছিলো। রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসেছিলো। আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসেছিলো। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সময় রাজনৈতিক দলগুলো কিছু করতে পারিনি। এটা তো সত্য। আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি কিন্তু সরাতে পারিনি। শেষ মুহূর্তে ছাত্ররা ফাইনাল গোল দিয়েছে। এটা মেনে নিতেই হবে।

‘অন্তর্বর্তী সরকারের সবাই নিজ নিজ জায়গায় যোগ্য কিন্তু রাজনীতিতে তাদের অভিজ্ঞতা নাই। রাজনীতিতে একটা আলাদা ব্যাপার আছে। এটি একটি সাইন্স। এজন্য বলা হয়ে পলিটিকাল সাইন্স। এর আলাদা যোগ-বিয়োগ আছে, ইকুয়েশন আছে। এসব বুঝতে হবে রাজনীতিবিদদের। এজন্য আমরা রাজনীতিবিদ্যা বলছি দ্রুত নির্বাচন দেয়ার জন্য। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য বলছি না। নির্বাচন না হলে সমস্যাগুলা বাড়বে।’

দেশে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, সরকার সমস্যার সমাধান করতে পারছে না। কারণ তার পলিটিকাল শক্তি নাই। নির্বাচিত সরকার থাকলে এসব সমস্যা সৃষ্টি করতে সাহস পেত না। বিশ্ববিদ্যালয় করার জন্য তিতুমীর কলেজের ছাত্র আন্দোলন করছে। ভালো কথা। সরকারের গোয়েন্দা সংস্থা ছিলো, তারা জানতেন না এটা হতে পারে। তাহলে কেনো আগে থেকে ব্যবস্থা নেয়া হলো না।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীর স্বার্থে আমরা নির্বাচনের কথা বলছি। বিএনপির স্বার্থে করছি না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news