ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে। এতে বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন।
এবারের অধিবেশন উদ্বোধন করেছেন দলটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করছেন খেলাফত মজলিসের মুহতারাম আমীর, মাওলানা আব্দুল বাছিত আজাদ।
উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের পর ইসলামি দলগুলো যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন দলটির সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
এ অধিবেশন থেকেই দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনসহ সামনের দিনগুলোর করণীয় জানাবেন দলটির আমির ও অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে এক ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘পতিত খুনি হাসিনা সরকারের পতনের পর আজকের মুক্ত পরিবেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর। রাষ্ট্র ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে, এই জনপ্রত্যাশা পূরণে খেলাফত মজলিস ইতিবাচক ভূমিকা অব্যাহত রেখেছে।’
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew