ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিভাগে ৮ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আজ থেকে ৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দিয়েছিল পরিবহণ মালিক শ্রমিক যৌথ কমিটি। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্নপর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী বিভাগীয় পরিবহণ মালিক শ্রমিক যৌথ কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরিবহণ শ্রমিক নেতারা জানান, আলোচনা ফলপ্রসু হওয়ায় ও প্রশাসন দাবিগুলোর প্রতি গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে সমাধানের মৌখিক আশ্বাসের প্রেক্ষিতে ১ নভেম্বর থেকে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর (বিপ্লব), কার্যকরী সভাপতি আবু হাসান খান (রেয়ন), সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম, সহ সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া জেলা মোটর মালিক গ্রæপের সভাপতি শাহ্ মো: আখতারুজ্জামান ডিউক, আলহাজ্ব খালেকুজ্জামান শামীম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল, বগুড়া জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, রাজশাহী সড়ক পরিবহণ গ্রæপের সাধারন সম্পাদক মতিউল হক (টিটো), রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী ও সাইদুর রহমানসহ আরও অনেকে।