ধূমকেতু প্রতিবেদক, তানোর : ‘মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর তানোর উপজেলা অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও র্যালিথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক।
তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুজ্জামানের সভাপতিত্বে ও তানোর উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আমীর হামজার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সোনালী ব্যাংক তানোর শাখার ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রামানিক, তানোর যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
পরে যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ ও জাতীর জনক বন্ধবন্ধুর শেখ মুজিবুর রহমানের বিশেষ মোনাজাত করা হয়।