ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্টপোষক আজিজুল আলম বেন্টু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা রাজশাহীর মানুষ হিসেবে আমাদের গর্ব। আমরা খুবই ব্যাথিত যে, এখনও পর্যন্ত বিচার কার্যক্রম শেষ হয়নি। আমরা আমাদের এই জায়গা থেকে জোর দাবী জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি যেন এই প্রক্রিয়া শেষ করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সাজা প্রদান করেন।’
মঙ্গলবার জেল হত্যা দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহর ১২:১ মিনিটে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এ দাবী জানান তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই চার নেতাই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সে কারণে এই মানুষগুলোর সম্পর্কে আমরা যদি না জানতে পারি, আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা অবগত না করতে পারি তাহলে সেটা আমাদের ব্যর্থতা। আজকের নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা খুবই জরুরী। আমরা যদি প্রকৃত ইতিহাস তাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে যে দেশের স্বপ্ন দেখি বা যে রাজনীতির চিন্তা করি শশনমুক্ত, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র সে রাষ্ট্র গঠন করতে আমরা সক্ষম হবো।
শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আতাউল হাবীব, আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সদস্য হাজিবুর রহমান শাওন, জন রাসেল, পিয়াস, বিপুল, মামুন, আলিফ, সাগর ইউসুফ, জুয়েল, সাকিল, ইষা, সাব্বির, রিদয়, নুহির, আলামিন, নয়ন প্রমূখ।