ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৩নং নবগঙ্গা ওয়ার্ডের হাড়–পুর এলাকায় এক বৃদ্ধার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কে বা কারা এই বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠে। তবে এ আগুনে অল্পের জন্য বেঁচে গেছেন বৃদ্ধ ফকির মোহাম্মদ ও তার স্ত্রী।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বৃদ্ধর বসতবাড়িটির জমি নিয়ে তার অংশিদারদের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এরই জের ধরে বাড়িটি পুড়িয়ে দেয়া হতে পারে। ঘটনার পর রাতেই কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ফকির মোহাম্মদ দীর্ঘ চল্লিশ বছর যাবৎ হাড়–পুর মোড়ের কাছে ৫শতক জমির উপর টিনের চালা ও বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করছিলেন। তার দুই ছেলে সালাহ উদ্দিন ও আলাউদ্দিন অন্যত্র থাকেন। কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা বৃদ্ধ ফকিরের ঘরে আগুন লাগিয়ে দেয়। বৃদ্ধ ফকির ও তার স্ত্রী ওই ঘরেই রাতে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি স্বামী স্ত্রী জানতে পেরে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশিদের ডাকা ডাকি করেন। কিন্তু এরই মধ্যে আগুনে বৃদ্ধর ঘরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান বৃদ্ধ তার স্ত্রী।
জানা গেছে, বৃদ্ধ ফকির মোহাম্মাদ যে বাড়িতে বসবাস করছিলেন ওই জায়গার বেশ কয়েকজন অংশিদার রয়েছে। মূলত তার চাচাতো ভাইয়েরা ওই জায়গার কিছু অংশ ভাগ পান। এ নিয়ে কাশিয়াডাঙ্গা থানায় বাচ্চু নামে বৃদ্ধর চাচাতো ভাই একটি অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দুইপক্ষকে থানায় ডেকে পাঠান। তবে বৃদ্ধ ফকিরের পক্ষে গত বুধবার শালিসী বৈঠকে কেউ উপস্থিত ছিলেন না। ওই জায়গার অংশ দাবিদার বৃদ্ধ ফকিরের চাচাতো ভাই বাচ্চু, অপর চাচাতো ভাই নজু ও নকির থানায় উপস্থিত ছিলেন। সেখানে থানা পুলিশ তাদের জানায়, যেহুত জায়গাটি নিয়ে মামলা রয়েছে সেহুত কেউ সেখানে দখল করতে যেতে পারবে না। এমনকি ওই জায়গা থেকে বৃদ্ধ ফকির মোহাম্মাদকেও উচ্ছেদ করা যাবে না। কিন্তু শালিসের দুইদিন যেতে না যেতে বৃদ্ধর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
কিন্তু বৃদ্ধর চাচাতো ভাইয়েরা বলছেন, বৃদ্ধ ফকির মোহাম্মাদ জায়গাটির দখল ছেড়ে না দেয়ার জন্য নিজেই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
বৃদ্ধর বড় ছেলে সালাউদ্দিন জানান, রাতের আধাঁরে কে বা কারা আগুন দিয়েছে তা আমরা জানিনা। তবে যারা জমি দখল নেয়ার জন্য থানা পুলিশ করছে তারাই লোক দিয়ে বাড়ি পুড়িয়ে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এব্যাপারে ৩নং নবগঙ্গা ওয়ার্ডের সদস্য বাবর আলী জানান, বৃদ্ধর বাড়িতে যারাই আগুন দিক না কেনো বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন। কারণ বাড়ির উপর হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন রয়েছে। আগুন বিদ্যুতের লাইনে লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এছাড়াও বৃদ্ধ ও তার স্ত্রীও পুড়ে মারা যেতে পারতো। তিনি বলেন, ফাঁসানোর জন্য বৃদ্ধর বাড়ি তৃতীয় পক্ষের লোকজন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কারা বাড়ি পুড়িয়ে দিয়েছে সুষ্ঠু তদন্ত করে বের করার দাবি জানান তিনি।
এব্যাপারে কাশিয়াডাঙ্গা থানার এএসআই ধনঞ্জয় জানান, একদিন আগেও ওই জায়গাটি নিয়ে থানায় বসা হয়েছিল। কিন্তু একদিন পরই বাড়িটি পুড়িয়ে দেয়া হয়েছে। বিষয়টি রহস্যজনক। তবে বৃদ্ধর বাড়ি পোড়ানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।