ধূমকেতু প্রতিবেদক : শিক্ষা শান্তি প্রগতী এই মূলসুরকে সামনে রেখে শনিবার (২ এপ্রিল) মহানগর ছাত্র লীগের গণযোগাযোগ সম্পাদক এস.এম আসিফ রাজ অন্তরের উদ্যোগে রাজশাহী কোর্ট কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে ফলজ, ঔষধী ও পরিবেশ বান্ধব বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ এ,কে এম. কামরুজ্জামান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ বলেন, এই কলেজ আমাদের সকলের কলেজ। এই কলেজের উন্নয়নে সকলকে তিনি তার পাশে চেয়ে আহ্বান জানান। যেন সকলেই কলেজের সার্বিক উন্নয়ন ও বিস্তারে সহযোগীতা করে, এগিয়ে আসে ।
সব শেষে মহানগর ছাত্রলীগের গণযোগাযোগ সম্পাদক এস.এম আসিফ রাজ অন্তর জানান, এই কর্মসূচির অংশ হিসেবে আরও বিভিন্ন কলেজে এই বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।